সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

-----মাতৃভূমি ভ্রমন কথন-------


   -----লাভলী ইসলাম------

বাইরে থেকে থেকে দেশে এখন কেবল বেড়াতে যাওয ়ার
নামই দেশে যাওয়া মাত্র । পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর মাতৃভূমির মাটিতে পদচারণা । কর্মক্লান্তি গুলোকে কিছুদিনের জন্য ভুলে থাকা । কিছুটা হৈ হুল্লুড় করে কয়টা দিন পার করে দেওয়া ।
:
যতো বারই দেশে যাই আসার আগে বলি আর যাবো না কিন্তু দেশ মা আর মাতৃভূমির মায়া কি আর মুখে বললেই ছাড়া যায় --? কখ্খোনইযায় না ।ছাড়া যায় না---'-'তাকে----
তা ছাড়া হঠাৎ ই কিছু একটা জরুরী কাজ আর আমার বই বের হচ্ছে মেলায় তাই দেশে যাবো যাবো ভাবতে ভাবতেই মনের সিদ্ধান্তটা পাকা করে ফেললাম ।
:
কিন্তু আমার যে চাকরী তা থেকে ছুটি নির্দিষ্ট করা যে এক মহা সমস্যা তা কেবল আমি ই জানি । ডিরেক্টরকে বলে বলে দুই বার টিকেট বুকিং দিয়ে নিরুপায় হয়ে চার বারে টিকেট কনফার্ম করতে পারলাম মাত্র যাওয়ার কয়দিন আগে । তড়িঘড়ি করে দেশে যাওয়ার সার্বিক আয়োজন করতে রীতিমতো হিমশিম অবস্থা হয়ে যায় আমার ।
তার মধ্যে যাওয়ার আগ দিন পর্যন্ত অফিস করে এই ফাঁকে সব গুছাতে হয় সব নিজ দায়িত্বে ।
:
আমি একবার দেশ থেকে আসার পরেই ফাঁকে ফাঁকে টুকিটাকি কেনা কাটা করে রাখি কারন পরে যাবার আগে সব কেনাকাটি সম্ভব হয় না এতো কম সময়ে ।
অফিস থেকে বের হয়ে সন্ধ্যায় কাছে কাছের মার্কেট গুলোতেই ঢুঁশ মারি , সুযোগ বুঝে
যা কিনে রাখতে পারি ।
তিন দিনে ল্যাগেজ গুছিয়ে ফেব্রুয়ারির আট তারিখ
রওয়ানা দিলাম আরব এমিরাটের ফ্লাইটে । ডুবাই গিয়ে ট্রানজিট ফ্লাইটে উড়ে পরদিন নয় তারিখ বিডিতে গিয়ে পৌঁছালাম আল্লাহর রহমতে নিরাপদে ।
:
প্লেন যখন নীচে নামছিলো নিম্ন আকাশ থেকে নীচে তাকিয়ে নিজের প্রিয় দেশকে দেখে সব সময় ই কেমন যেন এক প্রশান্তিতে হৃদয় মন ভরে যায় ।অন্য রকম এক ভালো লাগা কাজ করে, যা বলে বোঝানো যায় না ।
এবারও কোন ব্যতিক্রম হয়নি বরং আরো কিছু বাড়তি আনন্দ ভেতরে কাজ করছিলো ।
:
রাতের খাওয়া দাওয়া শেষে রাত দেঢ়টায় কিছু গল্প গুজুব করে সবার সাথে ঘুমাতে গেলাম । মশারির নীচে যেতেই হয় বাধ্য হয়ে সুবোধ শিশুটির মতো আর গেলেই নিজেকে যাদুর জালে বন্দি লাগে । বড় ই বিরক্তি লাগে মশারি ঘরে । নিরুপায় আমি মশারি ছাড়া । একটু সুযোগ পেলেই মশা বাবারা টুক করে ঢুকে পড়ে ভেতরে , শুরু করে তাঁদের অপারেশন রক্ত চোষা আর ইনজেকশন পুষ করা ।
বলি বাবা সোনা খাবি তো খায় ,একটু নীরবে খায় না
গুন গুন গান আবার সুঁইয়ের পোড় অসহ্য এক বিরক্তির ।
বিডির রাত মানে ইটালীর সন্ধ্যা আর সে কারনে ঘুম ও আসে না--
পুরো ভ্রমণটাই লিখবো ইনশাআল্লাহ----

    # Lovely /Italy /03/04/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন